ফের পেছাল নাহিদ হত্যাসহ ৩ মামলার প্রতিবেদন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১২:১৬ PM , আপডেট: ১১ জুলাই ২০২৩, ১২:২৬ PM
পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় ফের পেছাল রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় নিহত কুরিয়ারকর্মী নাহিদ হত্যাসহ তিনটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।
মঙ্গলবার (১১ জুলাই) ৩ মামলা কুরিয়ারকর্মী নাহিদ হত্যা, পুলিশের ওপর হামলার ও বিস্ফোরক দ্রব্য আইন মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় আগামী ৮ আগস্ট নতুন দিন ধার্য করেছে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন।
নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেছেন, আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. শরীফ সাফায়েত।
আরো পড়ুনঃ মগবাজারে ককটেল বিস্ফোরণ
২০২২ সালের ১৭ এপ্রিল রাত ১২টার দিকে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। কয়েকঘন্টা পর ঘটনা নিয়ন্ত্রণে এলেও ফের সংঘর্ষ শুরু হয় পরিদন সকাল ১০টায়।
দু’পক্ষের সংঘর্ষে নিহত হন কুরিয়ারকর্মী নাহিদ। ছেলের মৃত্যুর ঘটনায় নাহিদের বাবা নাদিম হোসেন বাদী হয়ে নিউ মার্কেট থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা করেন। এছাড়া পুলিশ বাদী হয়ে নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১ হাজার ২০০ জনকে আসামি করে বিস্ফোরক আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করে।
পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে ও তিনশ অজ্ঞাতপরিচয় ব্যবসায়ী-কর্মচারীকে আসামি করা হয়। এছাড়া একই মামলায় অজ্ঞাতপরিচয়ে ঢাকা কলেজের ৭০০ ছাত্রকে আসামি করা হয়েছে।