শোলাকিয়ায় চার লক্ষাধিক মুসুল্লির নামাজ আদায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০১:৩১ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৩, ০১:৩১ PM
কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে এবার চার লক্ষাধিক মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। সকাল ১০টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইসলামী চিন্তাবিদ বীর মুক্তিযোদ্ধা মুফতি ফরিদ উদ্দীন মাসউদ।
ঐতিহ্যবাহী এ ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য প্রতিবছরের ন্যায় এবারও থেকে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা সমবেত হয়েছেন। জামাত শুরুর ১৫ মিনিটি আগে তিনটি, ১০ মিনিট আগে দুটি এবং ৫ মিনিট আগে একটি শটগানের গুলি ছুঁড়ে নামাজের সংকেত দেওয়া হয়।
জামাত শুরুর আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাশরুকুর রহমান খালেদ, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও পৌর মেয়র মাহমুদ পারভেজ লাখ লাখ মুসল্লিদের ঈদ শুভেচ্ছা ও দোয়া কামনা করে বক্তব্য দেন।
এবারে শোলাকিয়া ময়দানে নিরাপত্তা নিশ্চিতে প্রায় দেড় হাজার পুলিশ, র্যাব ও এপিবিএনের পাশাপাশি মোতায়েন ছিল ৫ প্লাটুন বিজিবি। ছিল পর্যাপ্ত সিসি ক্যামেরা ও ড্রোন। নিরাপত্তা নিশ্চিত করতে ৬টি ওয়াচ টাওয়ার থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।