অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

২২ নভেম্বর ২০২১, ১১:১৯ PM
লাশ উদ্ধার

লাশ উদ্ধার © প্রতীকী ছবি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাভারে ফাতেমা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সাভারের ভাকুর্তা এলাকার মশুরিখোলা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ফাতেমা। তিনি রাজধানীর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে সাভার বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় রেডিও কলোনি এলাকার উদ্দেশ্যে রওনা দেন ফাতেমা। সিটি সেন্টারের সামনে পৌঁছালে গলায় থাকা ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ছাত্রীর পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এক সপ্তাহের মধ্যে সব নির্বাচন কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের নির…
  • ২২ জানুয়ারি ২০২৬
নন-এমপিও শিক্ষকদের সনদ যাচাইয়ের মাধ্যমে এমপিওভুক্তির উদ্যোগ
  • ২২ জানুয়ারি ২০২৬
আজ থেকে শুরু হলো নির্বাচনী প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশ…
  • ২২ জানুয়ারি ২০২৬
বাবা নিরাপত্তা প্রহরী, ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া ইসরাত হতে …
  • ২২ জানুয়ারি ২০২৬
বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬