জাতীয় পতাকার ওপরে ছাত্রলীগের পতাকা

০৭ মার্চ ২০২১, ০৯:৪৭ PM

© টিডিসি ফটো

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকার ওপরে সংগঠনটির পতাকা উত্তোলন করা হয়েছে। এতে জাতীয় পতাকার চেয়েও ওপরে দেখা যায় সংগঠনের পতাকা। রবিবার বেলা তিনটা পর্যন্ত জাতীয় পতাকার ওপরে সংগঠনটির পতাকা টানানো ছিল।

তথ্যমতে, পতাকা ব্যবহারের নিয়ম অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে আর কোন পতাকা উত্তোলন করা যাবে না। এটি করা মানে জাতীয় পতাকার অবমাননা। আর এ ধরনের অবমাননার শাস্তি সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড।

বিষয়টি দেখে বিশ্ববিদ্যালয়ের নেহাল নাফিস নামের এক শিক্ষার্থী বলেন, জাতীয় পতাকার ওপরে সংগঠনের পতাকা টানিয়ে জাতীয় পতাকার অসম্মান করা হয়েছে। দুপুরে বিষয়টি দৃষ্টিগোচর হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, সকালে পতাকা ঠিকভাবেই টানানো ঠিক ছিল।

শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ক্যাম্পাসে না থাকায় বিষয়টি অবগত নই। ভুল করে এই কাজটি হয়ে থাকতে পারে। ঠিক করার ব্যবস্থা করছি।

রাজশাহীকে টপকে টেবিলের শীর্ষে উঠল চট্টগ্রাম
  • ০৪ জানুয়ারি ২০২৬
টেকনাফে অভিযানে সিমেন্ট-ডিজেলসহ আটক ১৮ 
  • ০৪ জানুয়ারি ২০২৬
রাউজানে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা
  • ০৪ জানুয়ারি ২০২৬
মাধ্যমিকের সব বই ১৫ জানুয়ারির মধ্যে পাবে শিক্ষার্থীরা : এনস…
  • ০৪ জানুয়ারি ২০২৬
কাঠের নৌকায় অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ২৭৩ জন আটক
  • ০৪ জানুয়ারি ২০২৬
সিটি ব্যাংক চাকরি, আবেদন স্নাতক পাসেই, কর্মস্থল ঢাকা
  • ০৪ জানুয়ারি ২০২৬