বাকৃবি শিক্ষক সমিতি নির্বাচন

বিএনপিপন্থীদের অংশগ্রহণ ছাড়াই আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫২ PM
সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসান (বামে) সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান

সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসান (বামে) সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচনে সকল পদে পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। নির্বাচনে সভাপতি পদে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. লুৎফুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টার পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারি ।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি অধ্যাপক ড. মো. আবু হাদী নুর আলী খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক ড. মোহাম্মদ নুরুজ্জামান, মো. জাহাঙ্গীর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. মো. নুরুল হায়দার, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক রাজেশ নন্দী এবং সমাজকল্যাণ সম্পাদক ড. আবু হায়দার মো. সাইফুল ইসলাম।

এছাড়াও ছয়টি সদস্য পদে অধ্যাপক ড. মো. এনামুল হক, অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক, অধ্যাপক মো. জিল্লুর রহমান, অধ্যাপক ড.এসএম লুৎফুল কবির এবং অধ্যাপক ড. ইসমত আরা বেগম নির্বাচিত হয়েছেন।

এবছর শিক্ষক সমিতির নির্বাচনে প্রধান প্রতিন্দ্বদ্বী বিএনপিপন্থী শিক্ষকরা অংশগ্রহণ করেনি। তবে নীল দল নামে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্য পদে তিন জনের আংশিক প্যানেল নির্বাচনে অংশ নিলেও একটি পদেও জয় লাভ করতে পারেনি।

বিপিএলের ফাইনাল শেষে কে কোন পুরস্কার পেলেন
  • ২৪ জানুয়ারি ২০২৬
জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে অশনিসংকেত হিসেবে দ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
পটুয়াখালীতে ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ; ত্যাগীদের অবমূল্যায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত
  • ২৪ জানুয়ারি ২০২৬
আজ থেকে ২৪ ঘণ্টা কম থাকবে গ্যাসের চাপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ জানুয়ারি ২০২৬