সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

২৯ জানুয়ারি ২০১৯, ১১:৫৪ AM
ওরিয়েন্টেশনে উপস্থিত অতিথিবৃন্দ

ওরিয়েন্টেশনে উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের (সিইক) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ক্যাম্পাস প্রাঙ্গনে নবাগত ব্যাচকে বরণ করা হয়। প্রতিষ্ঠানটির পদার্থ বিভাগের প্রভাষক সুবর্ণা সরকার রুপার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিইই বিভাগের প্রফেসর ড. জহির বিন আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাবিপ্রবির সিএসই বিভাগের প্রফেসর ড. শহিদুর রহমান, সিইই বিভাগের প্রফেসর ড. মোশতাক আহমেদ এবং সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। এছাড়া সব বিভাগের প্রধানরা, শিক্ষকসহ সব ব্যাচের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়। এরপর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। প্রধান অতিথির বক্তব্যে ড. জহির বিন আলম বলেন, ‘নিষ্ঠার সাথে কাজ সম্পন্ন করলে আপনার সাফল্য অনিবার্য। তাই সব সময় নিষ্ঠার সাথে সুচারুরূপে কাজ করে যান’

বিশেষ অতিথির বক্তব্যে ড. শহীদুর রহমান বলেন, ‘শাবিপ্রবির চেয়েও এখানে ল্যাব সুযোগ সুবিধা বেশি। একসময় শিক্ষক সংকটে থাকলেও বর্তমানে উলে­খযোগ্য সংখ্যক শিক্ষক আছেন। এরপরেও যেকোনো প্রয়োজনে শাবিপ্রবির দ্বার আপনাদের জন্য উন্মুক্ত।’

অনুষ্ঠানে উপস্থিত একাংশ

 

প্রসঙ্গত, গত বছরের ২৪ নভেম্বর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে তিনটি মেধা তালিকা প্রকাশের মাধ্যমে কোটাসহ ১৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।

বিপিএলের ফাইনাল শেষে কে কোন পুরস্কার পেলেন
  • ২৪ জানুয়ারি ২০২৬
জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে অশনিসংকেত হিসেবে দ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
পটুয়াখালীতে ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ; ত্যাগীদের অবমূল্যায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত
  • ২৪ জানুয়ারি ২০২৬
আজ থেকে ২৪ ঘণ্টা কম থাকবে গ্যাসের চাপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ জানুয়ারি ২০২৬