বাকৃবির হলে গেস্টরুমে নবীনদের উদ্ভট শাস্তি, ২৭ শিক্ষার্থী বহিষ্কার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নবীন শিক্ষার্থীদের গেস্টরুম করিয়ে উদ্ভট শাস্তি দেওয়ার ঘটনায় ২৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের। বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী হলে শৃঙ্খলা পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে হলের লেভেল-১, সেমিস্টার-২, লেভেল-২, সেমিস্টার-২ এবং মাস্টার্সের একজন শিক্ষার্থী রয়েছেন। ঘটনা জানার পরেই বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন রবিবার (১২ জানুয়ারি) রাতে হলে গিয়ে গেস্টরুম করানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। সোমবার (১৩ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা।

জানা গেছে, শনিবার রাত ৯টায় হলের রিডিং রুমে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ডাকা হয়। সবার মোবাইল ফোন রুমে রেখে আসতে বলা হয়। গেস্টরুমের শুরুতেই কারও কাছে মোবাইল আছে কি না, তা তল্লাশি করা হয়। এরপর ২য় বর্ষের প্রায় ২০ জন শিক্ষার্থী হলের কিছু উদ্ভট নিয়ম নবীন শিক্ষার্থীদেরকে জানান, যেগুলো তাদেরকে মানতেই হবে। 

এর মধ্যে রয়েছে সাইকেল চালানো যাবে না, দ্বিতীয় তলায় যাওয়া যাবে না, বড় ভাইদের সঙ্গে দিনে যতবার দেখা হবে ততবার সালাম,পরিচয় ও হ্যান্ডশেক করতে হবে, হলে লুঙ্গি পরা যাবে না, গ্রন্থাগারে ল্যাপটপ নিয়ে যাওয়া যাবে না এবং হলের ক্যান্টিনে যাওয়া যাবে না। 

তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এসে নবীনদের কিছু দাবি-দাওয়া জানতে চান। নবীনরা তাদেরকে হলভিত্তিক বিভিন্ন সমস্যার কথা জানান। এরপর ৩য় বর্ষের শিক্ষার্থীরা চলে গেলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবীনদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বড় ভাইদের কাছে নবীনরা সমস্যাগুলো বলা ছিল তাদের অপরাধ। এরপর ছোট ভুল উল্লেখ করে (হাত বাকা বা হাত সামনে রেখে দাঁড়ানো, মাথা উঁচু বা নিচু করে রাখা) নবীনদের একজন একজন করে ডেকে ডেকে গালাগাল করা হয়। 

আরো পড়ুন: জবিতে শিক্ষার্থীদের অনশনে ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে উস্কানির অভিযোগ

এ সময় বিভিন্ন ধরনের উদ্ভট শাস্তি দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ১০ রকমের হাসি, ১০ রকমের সালাম, গাছে ঝুলে থাকার অভিনয় করা ও নাচ করা। এ পরিস্থিতিতে ভীত-সন্ত্রস্ত হয়ে ১ম বর্ষের একজন মাথা ঘুরে পড়েও যান। পরে তাকে হলের মধ্যেই প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। রাত সাড়ে ১২টার দিকে নবীনদের গেস্টরুম শেষ হয়।

বাকৃবির সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, সোহরাওয়ার্দী হলের ঘটনায় ৫২ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জন সোহরাওয়ার্দী হলের ছাত্র। আর বাকিদের এটাচমেন্ট অন্য হলে। কিন্তু তারা সোহরাওয়ার্দী হলে থাকেন। 

তিনি বলেন, সোহরাওয়ার্দী হলের ২৭ জনকে হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অধিকতার শাস্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতে প্রেরণ করা হবে। যারা এ হলের ছাত্র না, কিন্তু অবৈধভাবে থাকে এবং এ ঘটনার সাথে যুক্ত- তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence