শিক্ষার্থীদের জন্য শতভাগ সিট ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: শেকৃবি উপাচার্য

মতবিনিময় সভা
মতবিনিময় সভা  © টিডিসি ফটো

সকল শিক্ষার্থীর জন্য শতভাগ আবাসিক হলে সিটের ব্যবস্থা, গণরুম বাতিল, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, র‌্যাগিং মুক্ত, সেশনজট মুক্ত ক্যাম্পাস ও লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকান্ড বন্ধের ঘোষণা দিয়েছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। আজ বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় টিএসসিতে ২০২৩-২৪ সেশনে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের অভিভাবকের সাথে বিশ্বিবদ্যালয়ের প্রশাসনিক বডির মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। 

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মান উন্নয়নে হলের রিডিংরুমগুলোতো হাই স্পিড নেটওয়ার্ক সংযোগ করা হয়েছে। ফলে প্রযুক্তির সহযোগিতার পড়ালেখায় নতুনত্ব সৃষ্টি হবে। মাদকের ভয়াবহতা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে কমিটি গঠন করা হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, তিনটি বিজ্ঞান কখনো মানুষকে অভাবে রাখে না। কৃষি বিজ্ঞান, মেডিকেল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। বর্তমান প্রশাসন অলরেডি সেশনজট কমানোর সকল উদ্যোগ গ্রহন করেছে। এছাড়াও হলগুলোতে ক্যান্টিন ডাইনিং এ খাবারের মান উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন প্রশিক্ষণমূলক প্রোগ্রাম চলছে।

অভিভাবকদের মধ্যে থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্জুমান আরা বলেন, অভিভাবকদের সাথে মতবিনিময় সভা এটা  ভিন্নধরণের অনুষ্ঠান। রাজনীতি মুক্ত ক্যাম্পাস গড়ে তোলা, পড়ালেখার মান উন্নতি, হলে র্যাগিং না হওয়া ও খাবারের মান উন্নত করার জন্য অনুরোধ রইলো।

চট্টগ্রাম থেকে আসা এক অভিভাবক বলেন, আমি নিজেই মেট্রিক পাস করিনি। আজকে মেয়ের ভর্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসতে পেরে অনক ভালো লাগছে। এছাড়াও অনেক অভিভাবক আবাসন, খাওয়ার মান ভালো, পড়ালেখায় সেশনজট না থাকা, অনুশীলন মূলক পড়ালেখায় আগ্রহী করা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

অনুষ্ঠানে শেকৃবির ছাত্র পরামর্শক অধ্যাপক ড. মো. আশাবুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার, অধ্যাপক জাকির হোসেন, প্রক্টর, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ডিন, কৃষি অনুষদের ডিন, এএসভিএম অনুষদের ডিন, এফএএমএস অনুষদের ডিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও অভিভাবকবৃন্দ।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence