ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারলে টাকা ফেরত দেবে বাকৃবি

০১ নভেম্বর ২০১৮, ০৫:৫৮ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার শর্ত পূরণে ব্যর্থ হওয়া আবেদনকারীদের টাকা ফেরত দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মো. সারওয়ার জাহানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনেক ভর্তিচ্ছু ফি পরিশোধসহ আবেদনপত্র জমা দিয়েছেন। কিন্তু এদের মধ্যে ১২ হাজার ৩০০ জনের আবেদন পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়েছে। মার্জিন স্কোর ধরা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মিলিয়ে মোট জিপিএ ৯ দশমিক ৪২। অর্থাৎ ৯ দশমিক ৪২ জিপিএ-এর কম পাওয়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এই অংশগ্রহণে অনুপযুক্ত শিক্ষার্থীদের আবেদন ফি বাবদ জমা দেয়া ৭০০ টাকা থেকে প্রসেসিং ফি বাবদ ২০০ টাকা রেখে বাকি ৫০০ টাকা ফেরত দেয়া হবে। এজন্য শিক্ষার্থীদের ৩০ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) লগ ইন করে একটি রকেট নাম্বার দিতে হবে। পরবর্তীতে ওই রকেট নাম্বারে ৫০০ টাকা ফেরত দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটির সদস্য সচিব মো. ছাইফুল ইসলাম বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।  এব ছর পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থী হিসেবে ১২ হাজার ৩০০ জনকে বাছাই করা হয়েছে। এদের মধ্যে যারা জিপিএ’র কারণে বাদ পড়েছে তাদেরকে টাকা ফেরত দেয়া হবে।’ 

উল্লেখ্য, বাকৃবিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনলাইনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী আবেদন করে। প্রতিবছরের ন্যায় ২০ হাজার জনের মধ্যে থেকে মেধার ভিত্তিতে আসন সংখ্যার দশগুন মোট ১২ হাজার ৩০০ জন আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর।

সুস্থ হয়ে গণসংযোগে যোগ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, আগামীকাল পলোগ্রাউন্ডে জ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
৫০ পর্যন্ত লিখতে না পারায় ৪ বছরের মেয়েকে পিটুনি বাবার, গেল …
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজি ও দখল-বাণিজ্যের বিরোধেই স্বেচ্ছাসেবক দল নেতা মুছা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারে জয়ের আ…
  • ২৪ জানুয়ারি ২০২৬