সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- সিকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৯:১০ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ AM
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সিলেট শহরের টিলাগড়ে অবস্থিত বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ২০০৬ সালের ০২ নভেম্বর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সে হিসেবে আজ বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশ্ববিদ্যালয়টি পূর্বে সিলেট সরকারি ভেটেরিনারি কলেজ নামে পরিচিত ছিল।
বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত হাওর, সমতল ভূমি ও টিলাবেষ্টিত সিলেট বিভাগে কৃষি শিক্ষা প্রসারের জন্য ২০০৬ সালে বিলুপ্ত সিলেট সরকারি ভেটেরনারি কলেজকে একটি অনুষদে রূপান্তর করে প্রতিষ্ঠিত হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। শুরুতে তিনটি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে পাল্লা দিয়ে ছয়টি অনুষদ চালু হয়।
এসকল অনুষদের মাধ্যমে কৃষি বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, আধুনিক জ্ঞানচর্চা ও কৃষি বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে শিক্ষা দান, গবেষণা কার্য পরিচালনা করা হয়।
সিলেট বিভাগীয় শহর থেকে প্রায় ০৭ কিমি উত্তর-পূর্বে পাহাড় বেষ্টিত ৫০ একর এলাকা নিয়ে গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। এখানে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক ভবন ছাড়াও নির্মানাধীন রয়েছে আরও উন্নয়ন প্রকল্প।
তামাবিল বাইপাস রাস্তার উত্তর পাশে বিকেএসপি, সিলেট এর পূর্ব পাশে ১২.২৯ একর ভূমি নিয়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ও গবেষণা মাঠ গড়ে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ৬টি অনুষদ, ৪৭টি বিভাগ, মাঠগবেষণা কেন্দ্রসহ উন্নত ল্যাবরেটরি। এছাড়া রয়েছে একটি ভেটেরনারি টিচিং হাসপাতাল।
বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের জন্য ৭টি আবাসিক হল রয়েছে। এরমধ্যে ছাত্রদের জন্য ৫টি এবং ছাত্রীদের জন্য রয়েছে ২টি হল। হলগুলো হলো- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, হুমায়ূন রশীদ চৌধুরী হল, শাহ এ. এম. এস. কিবরিয়া হল, আব্দুস সামাদ আজাদ হল, হযরত শাহপরাণ (রঃ) হল। ছাত্রী দুটি হলের মধ্যে সুহাসিনী দাস হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সক্রিয় রাজনৈতিক সংগঠন হিসেবে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এছাড়া বিশ্ববিদ্যালয়ে নিজস্ব সক্রিয় সাংস্কৃতিক ও সামাজিক বেশ কিছু সংগঠন রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- কৃষ্ণচুড়া সাংস্কৃতিক সংঘ, বিনোদন সংঘ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (সিকৃবিসাস)। ইত্যাদি।