ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম নটরডেমের তাসলিম সুলতান হিমেল

০৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ PM
তাসলিম সুলতান হিমেল।

তাসলিম সুলতান হিমেল। © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ইউনিটের ভর্তি পরীক্ষায় বাণিজ্য শাখা থেকে প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী তাসলিম সুলতান হিমেল। আজ রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টার পরে ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এমসিকিউ ও লিখিত অংশে ১০০ নম্বরের পরীক্ষায় তিনি ৮৫ নম্বর পান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুটাতে জিপিএ-৫ থাকায় ফলাফলে ২০ নম্বরসহ মোট ১০৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন তিনি।

তাসলিম ছাড়াও ইউনিটটিতে মানবিক শাখা থেকে ১০৭ নম্বর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের লুবাইনা আনজুম প্রথম এবং বিজ্ঞান শাখা থেকে ১০১ নম্বর নটরডেম কলেজে আদিব বিন জামান প্রথম হয়েছেন।

গত ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা শহর, বাইরের চারটি বিভাগীয় শহরে এ পরীক্ষা নেওয়া হয়। ইউনিটটিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়েছেন ৩২ জন। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫ এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে।

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন শেষ ২৮ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি-শ্রমিক দলের ৬ ন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বুটেক্স ছাত্রী ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা…
  • ৩১ জানুয়ারি ২০২৬