একদিনে দুই পরীক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থী-অভিভাবকরা

০৩ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টা ১৫ পর্যন্ত। পাশাপাশি আজ দুপুর ২টায় কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী-অভিভাবকরা। 

কুমিল্লা শহর থেকে 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা মোহাম্মদ শামীম বলেন, কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা দিতে আবেদন করেছি। আজ দুপুর ২টা থেকে পরীক্ষা শুরুর কথা রয়েছে। জানতে চাইলে তিনি বলেন, আমরা অনেক দূর থেকে পরীক্ষা দিতে এসেছি। আজকে আমার দুইটা পরীক্ষা একইদিনে। আমাদের আশা ছিল যে আমরা এখানে পরীক্ষাটা দ্রুত শেষ করে কৃষিগুচ্ছ পরীক্ষা দিতে যাবো।

আরেক পরীক্ষার্থীর বাবা আবদুল মতিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কেন্দ্রের বাইরে। একদিনে একাধিক পরীক্ষা হওয়ায় ভোগান্তিতে পড়েছেন তিনি। জানতে চাইলে তিনি বলেন, একদিনে একাধিক পরীক্ষা হলে আমরা যারা অভিভাবক আছি তাদেরও দুশ্চিন্তার কমতি থাকে না। অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয়গুলোর উচিত নিজেদের মধ্যে সমন্বয় করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা। 

পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়গুলো আগামীতে সমন্বয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করলে সংশ্লিষ্টদের ভোগান্তি লাঘব হবে। 

উল্লেখ্য, আজ শনিবার (৩ জানুয়ারি) ৯টি কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হচ্ছে। 

৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ ঘোষণা করবেন শিক্ষা উপদেষ্টা, সভা শু…
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৯ বছর পর আজ বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
তিন কারণে বিলম্বিত হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল
  • ২৮ জানুয়ারি ২০২৬
দুই কিডনিই বিকল, অনার্স পড়ুয়া সুমনের বাঁচার আকুতি
  • ২৮ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণে ৫ নির্দেশনা
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage
-->