১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন আবেদন আজকের মধ্যে

১৬ মে ২০২৫, ০৮:২৩ AM , আপডেট: ২০ মে ২০২৫, ০৭:৩১ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলই প্রকাশিত হয়েছে। এবার ভর্তিচ্ছুদের খাতা পুনর্মূল্যায়নের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত ফি দিয়ে আজ শুক্রবারের (১৬ মে) মধ্যে এ আবেদন করতে হবে।

১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে চাইলে Student Panel-এ লগইন করতে হবে। সংশ্লিষ্ট ফি ২ হাজার টাকা অনলাইনে পরিশোধপূর্বক ১৬ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বশেষ ‘এ’ ইউনিটের ফলাফল গত মঙ্গলবার  (১৩ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা gstadmission.ac.bd ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ ফলাফল দেখতে পারছেন। এছাড়া ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যও একই ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন: শনিবার যথাসময়েই ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা 

ফলাফল প্রকাশ করে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘কোনো পরীক্ষার্থী যদি নিজের প্রাপ্ত নম্বরে অসন্তুষ্ট হন, তবে নিরীক্ষার (স্ক্রুটিনি) জন্য আবেদন করতে পারবেন। এ জন্য নির্ধারিত ফি ২হাজার টাকা।

এর আগে ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয় গত ২৮ এপ্রিল। এরপর ‘বি’ ইউনিটের ৫ মে এবং সর্বশেষ ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয় ১৩ মে। প্রতিটি ইউনিটের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬