খুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৮ PM
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় হাজারো শিক্ষার্থী অংশ নেন।

এ বছর ‘এ’ ইউনিটে ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যা গড়ে প্রতি আসনের জন্য ৯৭ জন পরীক্ষার্থীর প্রতিদ্বন্দ্বিতাকে নির্দেশ করে।

প্রথমবারের মতো খুলনার পাশাপাশি রাজধানী ঢাকা ও রাজশাহীতেও পরীক্ষা গ্রহণ করা হয়েছে। খুলনায় পরীক্ষা অনুষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে। এ কেন্দ্রে ‘এ’ ইউনিটে অংশ নিয়েছেন ১১ হাজার ১৫৬ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করেছেন ২১ হাজার ৫৬০ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ হাজার ৪৬৩ জন।

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ৩০ থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। একই দিন বিকাল ৪টা ৩০ থেকে সাড়ে ৫টা পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য ‘ড্রইং পরীক্ষা’ নেওয়া হয়।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়। পরীক্ষার্থীদের ভিড় সামলাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সহায়ক কর্মী এবং তথ্যকেন্দ্র চালু করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে এবং এরপর ভর্তি কার্যক্রম শুরু হবে নির্ধারিত নিয়মে।

ইরানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৬
  • ০২ জানুয়ারি ২০২৬
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই
  • ০২ জানুয়ারি ২০২৬
আরও ১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
শীতকালে নিয়মিত মধু খেলে যেসব উপকার পাবেন
  • ০২ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ০২ জানুয়ারি ২০২৬
কেন কৃষি প্রকৌশল হতে পারে আপনার প্রথম পছন্দ?
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!