ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছেলে, ঢাবির দোকানদারের স্বপ্ন পূরণ

মো. ওয়াদুদ ও তার ছেলে তানভীর হাসান রিফাত
মো. ওয়াদুদ ও তার ছেলে তানভীর হাসান রিফাত   © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে ভর্তির সুযোগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির হাজী মুহম্মদ মুহসীন হলের এক দোকানদারের ছেলে।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় ইউনিটির ফলাফল প্রকাশিত হয়। এতে পাশ করেছেন ৫ দশমিক ৯৩ শতাংশ। জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম তানভীর হাসান রিফাত। তিনি কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাবা মো. ওয়াদুদ দীর্ঘ সাঁইত্রিশ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে চায়ের দোকান পরিচালনা করছেন।

রিপাত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় উত্তীর্ণ হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। 

আরো পড়ুন: ঢাবির মেধা তালিকায় বিজ্ঞান ইউনিটে সেরা দশ যারা

অনুভূতি ব্যক্ত করে রিফাত গণমাধ্যমকে বলেন, ভর্তি পরীক্ষায় সাফল্যের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। বাবা-মা মায়ের স্বপ্ন যাতে পূরণ করতে পারি এই প্রত্যাশা আমার।

তার বাবা মো. ওয়াদুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি ১৯৮৭ সাল থেকে এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোকান দেই। আমার একটা স্বপ্ন ছিল যে, আমি যেখানে ব্যাবসা করি সেখানকার ছাত্রদের মধ্যে আমার ছেলে বা মেয়ে থাকবে। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে; এর চেয়ে আমার কাছে আর আনন্দের কিছু নাই। 

অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে উত্তীর্ণ হওয়া নিজের ছেলেকে কোথায় পড়াবেন এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আমার কোন শখ নাই। সে ইঞ্জিনিয়ারিং পড়বে। আমি বলেছি ঠিক আছে। তবে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। টিকতে হবে এটা বলিনি। তবে পরীক্ষা দিতে হবে। ওর ইঞ্জিনিয়ার বিষয় যেখানেই আসবে ও সেখানেই ভর্তি হবে। 


সর্বশেষ সংবাদ