মার্চের মাঝামাঝিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)  © ফাইল ফটো

আগামী মাসের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিজ্ঞান অনুষদের ডিন ও বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবদুস সালাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সাধারণত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে এই ফল প্রকাশে নির্ধারিত এই সময়ের দুয়েকদিন আগে পরেও হতে পারে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্রের মানও স্ট্যান্ডার্ড হয়েছে বলে অধিকাংশই মনে করছেন। আশা করি, নির্ধারিত সময়ে ফল প্রকাশিত করতে পারবো।

এর আগে গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাবি ক্যাম্পাসসহ দেশের অন্য ৭টি বিভাগীয় শহরে আজ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
এই ইউনিটে মোট ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে ১ লক্ষ ৪৬ হাজার ৮১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। 

এবছর বিজ্ঞান শাখা থেকে ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৮ জন, মানবিক শাখা থেকে ৭ হাজার ৯০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৮৭৩ জন শিক্ষার্থী আবেদন করেছে। এই ইউনিটে মোট ১ হাজার ৮৯৬টি আসনের মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১হাজার ৮২০টি, মানবিক শাখার জন্য ৫১টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence