৪ বছর পর নিজস্ব ভর্তি পরীক্ষায় ফিরলো জবি

৩১ জানুয়ারি ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
জবি ভর্তি পরীক্ষা

জবি ভর্তি পরীক্ষা © টিডিসি সম্পাদিত

গুচ্ছভুক্ত ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে ৪ বছর পর ফের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষায় চালু করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) চারুকলা অনুষদের ‘ই’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। সবশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে ভর্তি নেয় শিক্ষার্থী নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

এদিকে আজ সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী, যেখানে উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ। পরীক্ষার কাঠামো অনুযায়ী, ব্যবহারিক অংশে ৪৮ এবং বহুনির্বাচনি অংশে ২৪ নম্বর নির্ধারিত ছিল।  

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন তুষার বলেন, পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এর মাধ্যমে আমরা গুচ্ছ পদ্ধতির বাইরে এসে নিজস্ব ভর্তি প্রক্রিয়া শুরু করলাম।  

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিট, ১৫ ফেব্রুয়ারি কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিট, ২২ ফেব্রুয়ারি বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিট এবং ২৮ ফেব্রুয়ারি বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

৪ বছর আগে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে পরীক্ষার নানা অসঙ্গতি ও সীমাবদ্ধতার কারণে শিক্ষক-শিক্ষার্থীরা একাধিকবার আন্দোলন করেন স্বতন্ত্র পরীক্ষার দাবিতে। ২০২৩ সালের একাডেমিক কাউন্সিলে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত হলেও রাষ্ট্রপতির হস্তক্ষেপে তা কার্যকর করা সম্ভব হয়নি। অবশেষে চলতি শিক্ষাবর্ষ থেকে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়িত হলো।

স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে গিয়ে আ. লীগ নেতা আ…
  • ০২ জানুয়ারি ২০২৬
গভীর সমুদ্রে ডাকাতের কবলে ১০ জেলে, সব লুট হওয়ার পর কোস্ট গা…
  • ০২ জানুয়ারি ২০২৬
ওই স্পেলটাই জীবনের সেরা, বিসিবির প্রস্তাব পেলে অবশ্যই করব :…
  • ০২ জানুয়ারি ২০২৬
আওয়ামী লীগ নেতা নানক পরিবারের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর…
  • ০২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড কাল
  • ০২ জানুয়ারি ২০২৬
‘চান্স প্লাস পড়ে ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, জানতাম না বইটির …
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!