আর্মড ফোর্সেস ও পাঁচ আর্মি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা শুক্রবার, জেনে নিন জরুরি তথ্য
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা।
পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, এমসিকিউ পদ্ধতিতে লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট নম্বর ১০০।
বিষয়ভিত্তিক ১০০ নম্বরের এই পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়ন বিদ্যায় ২৫, পদার্থবিদ্যায় ২০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর বরাদ্দ থাকবে। পরীক্ষায় প্রতিটি ভুলের জন্য শূন্য দশমিক ২৫ (০.২৫) পয়েন্ট কাটা হবে। ১০০ নম্বরের মধ্যে ৪০ এর কম পেলে অকৃতকার্য গণ্য করা হবে। শুধুমাত্র উত্তীর্ণদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
গত ৯ ডিসেম্বর এই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১০ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হয়।
এবারের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের এমবিবিএস ব্যাচটি হবে ২৭তম ব্যাচ। আর বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ব্যাচ হবে ১১তম ব্যাচ।