কপাল খুলল বেরোবিতে ভর্তি ইচ্ছুদের, গণবিজ্ঞপ্তি প্রকাশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  © লোগো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শূন্য আসন পূরণে এবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (১২ জানুয়ারি) ডিনস্ কমিটির সভার এ সিদ্ধান্ত নেয়া হয়। 

আজ সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো.হারুন অর রশিদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

জানা যায়, এ ইউনিট (বিজ্ঞান) ২৯টি শূন্য আসনের বিপরীতে সাক্ষাৎকার গ্রহণের মেধাক্রমের ১৪০৫৬ হতে ২১৪৬৩ পর্যন্ত মোট ২৫০ জন, বি ইউনিটে (মানবিক) ২টি শূন্য আসনের বিপরীতে সাক্ষাৎকার গ্রহণের মেধাক্রমের ৪৫৪১ হতে ৫৭০৬ পর্যন্ত মোট ২০ জন, সি ইউনিটে (ব্যবসায় শিক্ষা) ৩টি শূন্য আসনের বিপরীতে সাক্ষাৎকার গ্রহণের মেধাক্রমের ৪৩২৭ হতে ৫৮১৭ পর্যন্ত মোট ৩০ জনকে ডাকা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে সাক্ষাৎকারের স্থান প্রশাসনিক ভবনে স্ব স্ব ডিন অফিসে আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ওইদিন বিকেল ৩টায় বিষয় বরাদ্দ দেওয়া হবে। বিষয় পাওয়ার পর একই দিন বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। আনুমানিক ভর্তি ফি এ ইউনিট ১৩ হাজার, বি ইউনিট ১২ হাজার ৫০০ এবং সি ইউনিট ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকারের সময় জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি (কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত) ও এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান পরীক্ষা পাশের মূল নম্বরপত্র সঙ্গে আনতে হবে। এছাড়াও ভর্তির সময় জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের একটি ফটোকপি (কক্ষ পরিদর্শকের স্বাক্ষরিত), এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান পরীক্ষা পাশের মূল নম্বরপত্র এবং প্রতিটির একটি করে ফটোকপি, এইচ.এস.সি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের একটি ফটোকপি, ২ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং বিভাগীয় অফিস থেকে ভর্তি ফরমের হার্ডকপি সংগ্রহ করে পূরণ পূর্বক মূলকপিসহ ২টি ফটোকপি জমা দিতে হবে।


সর্বশেষ সংবাদ