মেডিকেল ভর্তি-ইচ্ছুকদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হচ্ছে আজ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় ভর্তি–ইচ্ছুকদের প্রবেশপত্র ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে থেকে ডাউনলোড করতে হবে। ভর্তি–ইচ্ছুকদের প্রবেশপত্র অবশ্যই রঙিন প্রিন্ট সংগ্রহ করতে হবে।
জানা গেছে, আজ রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ভর্তি–ইচ্ছুকরা মেডিকেল ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) পর্যন্ত প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মোট এক লক্ষ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর একটি আসন নিশ্চিত করতে ২৫ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে নামবেন।
মেডিকেলে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ
প্রবেশপত্র বিতরণ: ১২-১৪ জানুয়ারি (ডাউনলোড রঙিন প্রিন্ট);
ভর্তি পরীক্ষা: ১৭ জানুয়ারি, সকাল ১০টা থেকে বেলা ১১টা।