ভর্তিচ্ছুদের কাছে চড়া দামে শর্ট সাজেশন বিক্রি, জব্দ করলো প্রশাসন

২০ আগস্ট ২০২২, ০৮:৫৯ AM
চবিতে জব্দ করা শিট

চবিতে জব্দ করা শিট © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শিট জব্দ করেছে প্রোক্টরিয়াল বডি ও পুলিশ। শর্ট সাজেশনের নামে ভর্তি পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণা রোধে এ অভিযোগ চালানো হয়। শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ও শাহজালাল হলের সামনে থেকে এসব শিট জব্দ করা হয়।

সহকারী প্রোক্টর এসএএম জিয়াউল ইসলাম বলেন, শর্ট সাজেশনের নামে চড়া দামে শিট বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এগুলো প্রতারণা। শাহজালাল হলের সামনে টেবিল বসিয়ে কয়েকজন শিটগুলো বিক্রি করছিল। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। এ ছাড়া কয়েকটি দোকানেও শিট পাওয়া গেছে। দোকানিদের সতর্ক করা হয়েছে।

আরো পড়ুন: গুচ্ছের ‘গ’ ইউনিটের পরীক্ষা আজ, অংশ নেবেন ৪২ হাজার ভর্তিচ্ছু

তিনি আরও বলেন, পুলিশের সহযোগীতায় প্রোক্টরিয়াল বডি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও নামসর্বস্ব শিট জব্দ করেছে। কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের নকল ও মানহীন শিট কেনা থেকে বিরত থাকতে বলেছে। পরীক্ষা চলাকালে এমন প্রতারণা রোধে অভিযান অব্যাহত থাকবে।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬