গুচ্ছ পরীক্ষা পেছানো নিয়ে ৯টায় লাইভে আসছেন দুই ভিসি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৮:০৫ PM , আপডেট: ১৮ জুলাই ২০২২, ০৮:০৫ PM
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২২ বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ধরনের ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানাচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে সোমবার (১৮ জুলাই) রাত ৯টায় একটি লাইভের আয়োজন করেছে দ্যা ডেইলি ক্যাম্পাস। এতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জুলাই থেকে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থ্যাৎ ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।