রাবির ভর্তিযুদ্ধে ‘সি’ ইউনিটে প্রতি আসনে লড়বে ৪৭ ভর্তিচ্ছু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুন ২০২২, ১০:৫১ AM , আপডেট: ৩০ জুন ২০২২, ১১:০৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। তিন ইউনিটে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন শেষ জিপিএ ও নম্বরের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন সুযোগ দেওয়া হয়েছে। তিন ধাপে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষ করেছেন শিক্ষার্থীরা। ‘সি’ ইউনিটে সর্বাধিক আবেদন পড়াই জিপিএ ও নম্বরের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পেয়েছেন।
আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে (এ, বি, সি) আবেদন করেছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু। এদিকে রাবির ‘সি’ ইউনিটে এক হাজার ৫৫৮টি আসন রয়েছে। সেই হিসেবে রাবির ‘সি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে ভর্তি পরীক্ষা আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) মধ্য দিয়ে শুরু হবে। তাছাড়া ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিফট অনুযায়ী প্রতিদিন গ্রুপ-১: সকাল ৯টা থেকে ১০টা, গ্রুপ-২: ১১টা থেকে ১২টা, গ্রুপ-৩: দুপুর ১টা থেকে ২টা। এছাড়াও গ্রুপ-৪: বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফটে ১৮ হাজার করে শিক্ষার্থী পরীক্ষা দেবে।