গুচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনাস্থা কেন

০৩ এপ্রিল ২০২২, ০৫:৩২ PM
গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার পক্ষে মত দিয়েছেন

গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার পক্ষে মত দিয়েছেন © ফাইল ছবি

ভর্তিচ্ছুদের ভোগান্তি কমাতে প্রথমবারের মত ২০২০-২১ শিক্ষাবর্ষে থেকে ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হয়। প্রথমবারের এ আয়োজনের উদ্দেশ্য অনেকটেই ম্লান হয়ে। এতে ভোগান্তি কমানোর পরিবর্তে বেড়েছে অভিযোগ। এর ফলে গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের পক্ষে মত দিয়েছেন।

গত ২ মার্চ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষকরা গুচ্ছ পদ্ধতির বিরুদ্ধে তাদের মতামত তুলে ধরেন। এরপর গত ২৮ মার্চ (বৃহস্পতিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা না নেয়ার পক্ষে মতামত জানান। সর্বশেষ আজ রবিবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় না যাওয়ার পক্ষে মতামত জানান ইবি শিক্ষকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, শুরুতে শিক্ষার্থীদের আর্থিক সুবিধা, যাতায়াত সুবিধা, থাকা-খাওয়ার সুবিধাসহ সার্বিক ভোগান্তি হ্রাসে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার কথা জানায় আয়োজক কমিটি। তবে পরীক্ষার ফি হঠাৎ বাড়িয়ে ফেলা, কর্মদিবসে পরীক্ষার তারিখ ফেলায় তীব্র যানজট, নিজের পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে না পারায় গুচ্ছ পদ্ধতি ভোগান্তির কারণ হয় হাজারো ভর্তিচ্ছুর।

আরও পড়ুন: উপাচার্যদের সাথে ইউজিসির সভা ৭ এপ্রিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, এবারের শিক্ষার্থী সংকট বিষয়টা খুবই অনাকাঙ্ক্ষিত। গুচ্ছ ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের জন্য আয়োজন করা হলেও এতে কিছু অব্যবস্থাপনা ছিল। যার ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয় হল- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: গুচ্ছে ‘সেকেন্ড টাইম’ চায় না দুই বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, শিক্ষার্থীরা সময় ও আর্থিক ভোগান্তিতে বেশি পড়েছে। ফলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে উঠেছে। তাই বিশ্ববিদ্যালয় এ পদ্ধতি থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা পুনরায় চালু করা দরকার।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে উপাচার্যদের সভা ৮ এপ্রিল

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সুফলের পরিবর্তে ভর্তিচ্ছুদের ভোগান্তি বেশি হয়েছে। এ পদ্ধতিতে সঠিকভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব নয়। তাই আমরা নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছি।

এদিকে, শিক্ষকদের অনাস্থার ফলে ২০ বিশ্ববিদ্যালয়ের এ গুচ্ছ পদ্ধতি থাকা না থাকা নিয়ে সম্প্রতি জরুরি সভায় বসেছেন উপাচার্যরা। এতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে বাকি ১৯ বিশ্ববিদ্যালয় বিগত বছরের ন্যায় গুচ্ছ পদ্ধতিতে থাকার পক্ষে মত দিয়েছেন।

এছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও গুচ্ছ পদ্ধতি বাতিল না করে বরং প্রয়োজনীয় বিষয়ে সংস্কার এনে এ পদ্ধতি চলমান রাখতে নির্দেশনা দিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, গুচ্ছে আমরা প্রথমবারের মত এসেছি। একটা ফরমেট দাড় করিয়েছি। এখানে কিছু ভুল ত্রুটি থাকবেই। ভুল ত্রুটি সংশোধন করে আমরা দুই তিনবার চেষ্টা করে দেখতেই পারি।

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১০২ ভতিচ্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ৩০ জানুয়ারি ২০২৬
নাইকোর বিরুদ্ধে বাংলাদেশের জয়, ক্ষতি পূরণ পাবে ৪২ মিলিয়ন ডল…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১৫৪ ভর্ত…
  • ৩০ জানুয়ারি ২০২৬