‘গুচ্ছ পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাবকরা সন্তুষ্ট’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ০৮:০৯ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২১, ০৮:০৯ PM
২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু ও অভিভাবকরা সন্তুষ্ট বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
আজ বুধবার (১০ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
অধ্যাপক জাফর ইকবাল বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হওয়ায় আমি অনেক আনন্দিত। এতে শিক্ষার্থী ও অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে, ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর গত ২০ অক্টোবর গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ২৬ অক্টোবর ‘বি’ ইউনিট এবং গত ৪ নভেম্বর ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
ইতিমধ্যে গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরও একাধিক বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
অধ্যাপক জাফর ইকবাল বলেন, এবারে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থীরা একটি পরীক্ষায় অংশগ্রহণ করে ২০টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দেওয়ার সুযোগ পেয়েছে। তবে এবারে কিছু ভুলভ্রান্তি ছিলো। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরো আগে এ সিদ্ধান্ত নেওয়া দরকার ছিলো।