গুচ্ছ ভর্তির প্রবেশপত্র ডাউনলোড পুনরায় শুরু ১৪ অক্টোবর

১০ অক্টোবর ২০২১, ০৭:২৭ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা © প্রতীকী ছবি

আগামী ১৪ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম পুনরায় শুরু হবে। ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) গিয়ে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আজ রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তিচ্ছুদের ছবি সংশোধনের পর আগামী ১৪ অক্টোবর থেকে প্রবেশপত্র পুনরায় ডাউনলোড করতে পারবেন। তাছাড়া সংশ্লিষ্ট ইউনিটগুলোর পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত ভর্তির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে শনিবার (৯ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) গিয়ে শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ ছিল। এরপর তা বন্ধ হয়ে যায়। এদিকে, ছবি সংশোধনের সময় শেষ হয়েছে আজ। গতকাল শনিবার এবং আজ রবিবার ছবি সংশোধনের সময়সীমা ছিল।

প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষাির মাধ্যমে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হবে। এরপর ২৪ অক্টোবর মানবিক বিভাগ ও ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মার্চে পাকিস্তান সিরিজে সাকিবকে ফেরাতে চায় বিসিবি
  • ৩০ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির দায়ে বহিষ্কার সেই নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ৩০ জানুয়ারি ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
জানা গেল তারেক রহমানের বরিশাল সফরের দিনক্ষণ
  • ৩০ জানুয়ারি ২০২৬
কুবিতে দশ মিনিট পরেও কেন্দ্রে প্রবেশ করেছে ভর্তি পরীক্ষার্থ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
  • ৩০ জানুয়ারি ২০২৬