জাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৩ সেপ্টেম্বর

জবি ক্যাম্পাস
জবি ক্যাম্পাস  © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান।

ভর্তি পরীক্ষা কার্যক্রম নিয়ে তিনি আলাপকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের কার্যক্রম অনেক অগ্রসর হয়েছে। ইতোমধ্যে সব উপকমিটি করা করার পাশাপাশি ডীনদেরকে প্রশ্নপত্র প্রণয়নের জন্য চিঠি দেয়া হয়েছে। সেটিও চলমান। ভর্তিচ্ছুদের ছবি ও স্বাক্ষর আপলোড প্রক্রিয়া আগামী ২১ সেপ্টেম্বর শেষ হলে ২৩ সেপ্টেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

ভর্তি পরীক্ষার নম্বর কমানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একজন ডিন এ ধরনের একটি প্রস্তাব দিলেও ভর্তি পরিচালনা কমিটির সভায় তা গৃহীত হয়নি। তাই সবকিছু আগের মতোই থাকছে।

পরীক্ষার্থীদের আসন বিন্যাসের ব্যাপারে তিনি বলেন, করোনা ভাইরাসের বিষয়টি মাথায় রেখে জাবি স্কুল ও কলেজে পরীক্ষা নেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এ নিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) মহোদয়ের নেতৃত্বে একটি উপ-কমিটি কাজ করবে।


সর্বশেষ সংবাদ