৭-১৮ নভেম্বরের মধ্যে জাবি ভর্তি পরীক্ষা

৭-১৮ নভেম্বরের মধ্যে জাবি ভর্তি পরীক্ষা
৭-১৮ নভেম্বরের মধ্যে জাবি ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৭-১৮ নভেম্বরের মধ্যে নেওয়ার সুপারিশ করা হয়েছে। নির্দিষ্ট এ সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করবে বিশ্ববিদ্যালয়টি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ​বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ বৈঠকে সভাপতিত্ব করেন। পরে শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার সময়সূচি উত্থাপন করে। সে সভায় জাবির ভর্তি পরীক্ষার সময়সূচি উত্থাপন করা সম্ভব হয়নি। ওই দিন সন্ধ্যায় উপাচার্য মহোদয়ের নেতৃত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সভায় জাবির ভর্তি পরীক্ষা আগামী ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে নেওয়ার সুপারিশ করা হয়েছে। বিশ্ববদ্যালয় পরিষদের আগামী সভায় এই সময়সূচি তুলে ধরা হবে। সেখানেই চূড়ান্ত হবে ভর্তি পরীক্ষার সময়সূচি।

একাডেমিক কাউন্সিলে সময়সূচি চূড়ান্তকরণের জন্য কোনো বৈঠক হবে কি না এ নিয়ে আবু হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একাডেমিক কাউন্সিল আমাদেরকে (ভর্তি পরিচালনা কমিটি) এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছে। তাছাড়া, পরীক্ষা পদ্ধতিতে যেহেতু পরিবর্তন আনা হচ্ছে না তাই একাডেমিক কাউন্সিলে বিষয়টি আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণের আবশ্যকতা নাই।

বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় প্রস্তাবিত সূচি বহাল থাকার আশা প্রকাশ করে তিনি আরো বলেন, জাবি ভর্তি পরীক্ষার সংক্রান্ত বাকি বিষয়গুলো আগের মতোই থাকবে।


সর্বশেষ সংবাদ