বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৭ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪০ PM
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।
সভায় পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত একাধিক উপাচার্য বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যাল (বুয়েট), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজেদের ভর্তি পরীক্ষার এই তারিখ জানিয়েছেন। তবে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণের বিষয়ে সভায় কিছু জানানো হয়নি।
এ বিষয়ে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোনাজ আহমেদ নূর বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ জানানো হয়েছে। তবে ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিনক্ষণ জানানো হয়নি।
তিনি আরও বলেন, সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোর কমিটিতে আলোচনা না হওয়ায় সভায় তারিখ জানানো হয়নি। পরবর্তীতে কোর কমিটিতে আলোচনা করে ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হবে।
এদিকে, আজ শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় পরিষদের একজন কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সভায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় পরিষদের ভার্চুয়াল এক সভায় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল। এরপর দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় একের পর এক সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিনক্ষণ পেছাতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
বুয়েটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর
আগামী ২০ ও ২১ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর।
বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে।
প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর
আগামী ১৩ নভেম্বর তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ বলেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বুটেক্সের ভর্তি পরীক্ষা ১২ নভেম্বর
আগামী ১২ নভেম্বর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুটেক্সের উপাচার্য অধ্যাপক আবুল কাশেম জানান, বুটেক্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের লেভেল-১, টার্ম-১ এর ভর্তি পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিষয়টি একাডেমিক কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হবে। শিগগিরই ভর্তি পরীক্ষার সময় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে।
রাবি ভর্তি পরীক্ষা শুরু ৪ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৪, ৫ এবং ৬ অক্টোবর নেওয়া হবে বলে সভায় জানানো হয়েছে।