প্রথমবারের মত ২০টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়ে হতে চলেছে গুচ্ছ ভর্তিযুদ্ধ © ফাইল ফটো
বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে সময়ের সাথে যেমন পরিবর্তিত হচ্ছে নিয়ম-নীতি, তেমনি প্রতিযোগিতার পথও হয়ে উঠছে কঠিন। সেই ধারাবাহিকতায় এ বছর প্রথমবারের মতো ২০টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়ে হতে চলেছে গুচ্ছ ভর্তিযুদ্ধ।
ইতোমধ্যে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষার যাচাই-বাছাইও সম্পন্ন হয়েছে। ফলে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের মাঝে বেড়েছে চাঞ্চল্যতা। প্রথমবার এমন ভর্তি পরীক্ষার মুখোমুখি হতে যাওয়ায় অনেকে যেমন বিচলিত, তেমনি উদ্বিগ্ন। অনেকে মনের মতো নিজেকে গুছিয়ে তুলতে পারছে না।
তাই শেষ মূহুর্তে ভর্তিচ্ছুদের এই উদ্বিগ্নতা দূর করে বিশেষ প্রস্তুতির জন্য আজকের আয়োজন গুচ্ছ ভর্তি যুদ্ধে মানবিক বিভাগের প্রস্তুতি বিষয়ক আলোচনা।
গুচ্ছে মানবিক ইউনিটের প্রস্তুতি
গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করতে অবশ্যই পরিকল্পিত পড়াশোনা প্রয়োজন। তাই বিশেষ কিছু টপিক নির্ধারণ করে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তোমরা জানো এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগের মানবন্টনে থাকছে বাংলা ৪০, ইংরেজি ৩৫ ও আইসিটি ২৫ মিলে মোট ১০০ নম্বর।
সুতরাং গুচ্ছ ভর্তি যুদ্ধে নিজেকে এগিয়ে রাখতে বিষয় ভিত্তিক কিছু টপিকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে। অতএব, প্রথমেই আসা যাক বাংলা অংশে।
বাংলা
বিগত বছরগুলোতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের পাঠ্যবইয়ের গদ্য ও পদ্য থেকে প্রশ্ন আসেই। যেখানে গদ্যের মূলভাব, লেখক পরিচিত, সাহিত্য কর্ম, জীবনী ইত্যাদি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ব্যকরণ অংশে বাংলা ভাষা, ব্যকরণ, শব্দ, কারক, প্রত্যয়, সন্ধি, বচন, বিভক্তি, বানান, উপসর্গ, সমাস, বাক্য সংকোচন, বাগধারা এগুলো সচরাচর প্রশ্ন থাকে। সুতরাং টপিক গুলো ভালোভাবে পড়তে হবে।
ইংরেজি
ইংরেজির ক্ষেত্রে উচ্চ মাধমিকের পাঠ্যবইয়ে কিছু গুরুত্বপূর্ণ গল্প এবং কবিতাগুলো ভালোভাবে পড়ার পাশাপাশি ব্যাকরণ অংশে অধিক জোর দেওয়া জরুরি। সে ক্ষেত্রে কিছু টপিক বেশি গুরুত্বপূর্ণ। যেমন,
Parts of speech, Tense, Voice, Narration, Correction, Right form of verb, subject verb agreement, Translation, Transformation of sentence, Clause and phrase, Spelling, Group verb, Idioms and phrase, Synonym and Antonym.
আইসিটি
আইসিটি অংশে ভালো করতে হলে উচ্চ মাধ্যমিকের পাঠ্যবইতে দখল থাকা খুবই জরুরী।বইয়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক যেমন, গ্লোবাল ভিলেজ, ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক, ন্যানোটেকনোলজি, মোড, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, হাব, টপোলজি, বাইনারি, অক্টাল, ডেসিমল, বিভিন্ন গেট, এ্যালগরিদম, কোড, এইচটিএমএল ইত্যাদি।
বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি পরীক্ষায় ভালো নম্বর পেতে অবশ্যই পাঠ্যবইয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং বিগত ১০ বছরের বিসিএস প্রশ্নব্যাংক ও ঢাবি, রাবি চবি, জাবি-এর প্রশ্নগুলো পড়ে রাখতে হবে।
বিশেষ করে জবি, ইবিসহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত বছরের আসা সকল প্রশ্ন সমাধান করে ধারণা নিতে হবে এবং গুরুত্বপূর্ণ টপিক সিলেক্ট করে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আশা করা যায় এগুলো থেকে ৪৫-৫০ শতাংশ নম্বর কমন পাওয়া সম্ভব হবে।
সুতরাং, গুচ্ছ ভর্তিযুদ্ধে নিজেকে একধাপ এগিয়ে রাখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পরিকল্পিত পড়াশোনা কোন বিকল্প নেই।
লেখক: শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়