গুচ্ছ ভর্তি পরীক্ষা: প্রাথমিক আবেদনের ফল দুপুরে

  © ফাইল ছবি

গুচ্ছ ভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল আজ বুধবার (২৫ আগস্ট) প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা দুপুর ১২টায় সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) এ ফলাফল জানা যাবে।

সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে দুপুর ১২টায় প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশ করা হবে। 

জানা গেছে, প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। এর অন্তত দুদিন আগেই নির্বাচিত শিক্ষার্থীরা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফলাফল, ইউজার আইডি-পাসওয়ার্ড দেওয়া হবে। যাদের মুঠোফোন নম্বরে সমস্যা হয়েছে, তাদের জন্য ওয়েবসাইটে একটি অপশন চালু করা হবে। সেখান থেকে মুঠোফোন নম্বর পরিবর্তন করা যাবে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বিজ্ঞান বিভাগ ছাড়া বাণিজ্য ও মানবিক বিভাগের প্রাথমিক আবেদনকারী সকল শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবে। আগামী অক্টোবরে ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে এবং ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য সকল প্রস্তুতি রয়েছ। 


সর্বশেষ সংবাদ