বুটেক্স ভর্তি পরীক্ষা নিয়ে সংশয়ের কারণ নেই: রেজিস্ট্রার
- বুটেক্স প্রতিনিধি
- প্রকাশ: ৩১ মে ২০২১, ১২:১৬ PM , আপডেট: ৩১ মে ২০২১, ১২:১৬ PM
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে ভর্তিচ্ছুদের মাঝে সংশয় দেখা দিয়েছে। তবে এ সংশয় নাকচ করে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো শাহ্ আলিমুজ্জামান বেলাল।
আজ সোমবার (৩১ মে) সকালে অধ্যাপক আলিমুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বুটেক্স ভর্তি পরীক্ষা নিয়ে সংশয়ের কোন কারণ নেই। আমরা আগের সিদ্ধান্তে এখনো বহাল রয়েছি। করোনা পরিস্থিতি অবনতি না হলে পূর্ব নির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকিটা করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
পড়ুন: বুটেক্স ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২৮ জন
পূর্ব ঘোষিত ভর্তির নোটিশ অনুয়ায়ী, বুটেক্সের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এবারে ৬০০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে ৯ হাজার শিক্ষার্থী। তার মধ্যে ৩ হাজার জনের মেধাতালিকা প্রকাশ করা হবে।
এদিকে, দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আগামী ৬ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়েও রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। এ পরিস্থিতিতে বুটেক্সের ১৮ জুনের ভর্তি পরীক্ষা নিয়ে সংশয় তৈরি হয়েছে শিক্ষার্থীদের মাঝে।
রাজশাহী থেকে বুটেক্সে ভর্তি পরীক্ষায় আবেদনকারী হাফিজুল নামে এক ভর্তিচ্ছু বলেন, দেশের চলমান পরিস্থিতির মধ্যে আমরা আমরা ভর্তিচ্ছুরা চরম অনিশ্চতার মধ্যে আছি। ১৮ জুন বুটেক্সের ভর্তি পরীক্ষা হবে কিনা নাকি অন্যান্য পরীক্ষাগুলোর মতো এটাও পিছিয়ে যায়; এসব নিয়ে আমাদের দুশ্চিন্তা রয়েছে। বুটেক্স যেহেতু গুচ্ছভুক্ত নয়, তাই এ বিশ্ববিদ্যালয় নিয়ে ভর্তিচ্ছুদের আগ্রহের জায়গাটা ভিন্ন।
বুটেক্স রেজিস্ট্রার অধ্যাপক আলিমুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষা আয়োজনে যেসব প্রস্তুতি নেয়া দরকার কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। শিক্ষার্থীদের উচিৎ এসব বিষয় নিয়ে খুব বেশি চিন্তা না করে ভালোভাবে প্রস্তুতি নেয়া। এখন পর্যন্ত এটাই সর্বশেষ খবর। তবে যদি পরিস্থিতির কারণে ভর্তি পরীক্ষা আয়োজন সম্ভব না হয়, তাহলে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আগেই জানিয়ে দেবেন।