নিটোরে ফিজিওথেরাপি কোর্সে ভর্তির আবেদন শুরু কাল

নিটোর
নিটোর  © লোগো

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ৫ বছর মেয়াদী বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামীকাল শনিবার (১৭ এপ্রিল) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা

১) বাংলাদেশের যেকোনো শিক্ষাবোর্ড অথবা মাদ্রাসা বোর্ড অথবা দেশের বাইরে যে কোনো স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় হতে এসএসসি এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পদার্থ, রসায়ন জীববিজ্ঞানসহ উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮ পয়েন্ট থাকতে হবে। এছাড়া আলাদাভাবে ন্যূনতম ৩.৫ পয়েন্ট থাকতে হবে।

২) উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৭ পয়েন্ট এবং আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।

৩) ২০১৭ সালের পূর্বে এস এস সি এবং ২০১৯ সালের পূর্বে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা http://nitorbd.bigmsoft.com ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদনের সময়সীমা:

আবেদন শুরু: ১৭ এপ্রিল ২০২১

আবেদনের শেষ সময়: ১৭ মে ২০২১ (রাত ১২ টা ) পর্যন্ত।

আবেদন ফি: ১০০০ টাকা

প্রবেশপত্র সংগ্রহ: ২৯ মে থেকে ৩ জুন ২০২১ তারিখের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

ভর্তি পরীক্ষা তারিখ: ৪ জুন (শুক্রবার), ২০২১ সকাল ১০টায়।

পরীক্ষার সময়: ১ ঘণ্টা

ভর্তি পরীক্ষার স্থান: বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমী (সাবেক আগারগাঁও তালতলা সরকারী কলোনী স্কুল এন্ড মহিলা কলেজ), আগারগাঁও শেরে-বাংলা নগর, ঢাকা।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন:

ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। যার মধ্যে পদার্থ বিজ্ঞানে ৩০ নম্বর, রসায়নে ৩০ নম্বর, জীববিজ্ঞানে ৩০ এবং ইংরেজি ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর। প্রতি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

মেধা তালিকা

প্রার্থীদের এসএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সাথে ৮ এবং এইচএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সাথে ১২ গুণ করে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ মেধা তালিকা প্রস্তুত করা হবে।

প্রাপ্ত নাম্বার সমান হইলে এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান এ প্রাপ্ত মোট পয়েন্টের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

আসন সংখ্যা: ৪০টি। এরমধ্যে উপজাতি প্রার্থীদের জন্য ১টি আসন এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ২টি আসন সংরক্ষিত থাকবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence