নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাল

১০ নভেম্বর ২০১৮, ০৪:২৯ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল রবিবার। সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হবে। ১ ঘণ্টাব্যাপী সকল পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি শিফটে অনুষ্ঠিত হবে।

প্রথম শিফট সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১১টায়। দ্বিতীয় শিফট দুপুর সাড়ে ১২ থেকে ১টা ৩০মিনিট পর্যন্ত চলবে। তৃতীয় শিফট বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এরই মধ্যে ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা চলাকালীন কোন প্রকার মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

উপাচার্য  অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর জানান, ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। যথেষ্ট গোপনীয়তা ও নিয়ম রক্ষা করে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। আমরা চাই না বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটুক। পরীক্ষায় জালিয়াতি রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

পরীক্ষা চলাকালীন‌ বিশ্ববিদ্যালয়ের প্রধান দুটি প্রবেশ পথ ছাড়া অন্যান্য প্রবেশ পথ বন্ধ থাকবে। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে ক্যাম্পাসে এবং বিশ্ববিদ্যালয়ের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।

ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্বমিত্র চাকমাকে শোকজ করল ঢাবি প্রশাসন
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬