রাবি ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা সম্পন্ন, প্রশ্নপত্র দেখুন
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০১:০৬ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৪, ০১:১০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৬ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষার প্রশ্নপত্র দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে।
এর আগে প্রথম শিফটের পরীক্ষা হয় সকাল ৯টা থেকে শুরু হয়ে এ শিফটের পরীক্ষা চলে সকাল ১০টা পর্যন্ত। চারটি অনুষদ ও একটি ইনস্টিটিউট নিয়ে ‘এ’ ইউনিট। অনুষদগুলো হলো কলা- আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটও ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত।
চার শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। তৃতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত। আর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চতুর্থ ও শেষ শিফটের ভর্তি পরীক্ষা।
আরো পড়ুন: রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন, প্রশ্নপত্র দেখুন
‘এ’ ইউনিটে মোট আসন এক হাজার ৮৭২টি। এবার ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ৭৮৫ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪০ জন শিক্ষার্থী। এর আগে মঙ্গলবার (৫ মার্চ) ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে এবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের প্রশ্নপত্র দেখুন নিচে-