মেডিকেল ভর্তিতে কাট মার্কস কত—জানাল অধিদপ্তর

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার বেলা আড়াইটায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর হলিক্রস কলেজের ছাত্রী  তানজিম মুনতাকা সর্বা। ভর্তি পরীক্ষায় তার মোট প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৫।

এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কাট মার্কস নিয়ে জানার আগ্রহ প্রকাশ করেছেন ভর্তিচ্ছুরা। বিষয়টি জানতে সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক গ্রুপে পোস্ট করতে দেখা গেছে শিক্ষার্থীদের। অনেকেই দ্যা ডেইলি ক্যাম্পাসের অফিসে ফোন করেও বিষয়টি জানতে চেয়েছেন।

সরকারি মেডিকেল কলেজের কাট মার্কস সম্পর্কে জানতে দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করে। কর্মকর্তা জানিয়েছেন, সরকারি মেডিকেলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তিতে কাট মার্কস ২৬৭ নম্বর। অর্থাৎ এ বছর সরকারি মেডিকেলে চান্স পাওয়ার সর্বনিম্ন নম্বর ২৬৭। তবে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটায় এর চেয়ে কম পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় একাধিক শিক্ষার্থী ৬৭ নম্বর পেয়েছেন। একই নম্বর হওয়ায় শিক্ষার্থীদের মোট জিপিএ, চতুর্থ বিষয়সহ জিপিএ, চতুর্থ বিষয় ছাড়া জিপিএ নম্বর দেখা হয়েছে। এই বিষয়গুলোতেও নম্বর মিলে গেলে পরবর্তীতে জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বর, রসায়নে প্রাপ্ত নম্বর এবং পদার্থ বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর দেখা হয়েছে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে মেডিকেল কলেজ বরাদ্দ দেওয়া হয়েছে। এবার সর্বনিম্ন ২৬৭ নম্বরে সরকারি মেডিকেল চান্স হয়েছে। 

এদিকে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু হবে। যা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।


সর্বশেষ সংবাদ