বাউবিতে ইংরেজি ভাষা প্রোগ্রামে ভর্তি, ক্লাস শুরু ২১ জুলাই
- টিটিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৯:৩৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি (সিইএলপি) প্রোগ্রামে ভর্তিতে দরখাস্ত আহ্বান করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি। কোর্সটি পড়তে ১৭ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন। ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস শুরু ২১ জুলাই।
আবেদনের যোগ্যতা
এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস অথবা তদূর্ধ্ব সার্টিফিকেটধারী যেকোনো বয়স ও পেশার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ও ভর্তি ফি
আবেদন ফি ৫০ টাকা। রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা, অন্যান্য ফিসহ মোট ২ হাজার ৯০০ টাকা।
আবেদন যেভাবে
* http://osapsnew.bou.ac.bd ক্লিক করে Offered Programs সেকশনে School of Social Sciences, Humanities & Language (SSHL)-এ ক্লিক করে Certificate in English Language Proficiency (CELP) প্রোগ্রামের পাশের Apply Now বাটনে ক্লিক করে দরকারি তথ্য দিতে হবে।
* ছবি ও প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফরম পূরণের পর Finish বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ঠিকভাবে সম্পন্ন করলে প্রার্থীর মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড আসবে;
আরও পড়ুন: ফটোগ্রাফিতে চালু হচ্ছে ডিপ্লোমা কোর্স, ক্লাস শুরু ২৮ জুলাই
* Proceed to Payment বাটনে ক্লিক করলে অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে;
টিউটোরিয়াল ক্লাসের স্থান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর মূল ক্যাম্পাস, গাজীপুর ১৭০৫।
পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৩।
আবেদন ও ভর্তি–সম্পর্কিত আরও তথ্য জানতে https://bou.ac.bd/images/admission/celp_admi_150623.pdf ক্লিক করতে পারবেন।