বিসিএস পরীক্ষার পরদিন মসজিদে কলেজছাত্রের ঝুলন্ত লাশ

  © সংগৃহীত

দুই বছর আগে রাজশাহী কলেজ থেকে পড়াশোনা শেষ করেন দরিদ্র্য পরিবারের ছেলে বুলবুল আহমেদ (২৬)। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডারে যোগ দিয়ে বাবা-মা কষ্ট দুর করবেন। এজন্য গতকাল শুক্রবার ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে বাড়ি আসেন তিনি। আর আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের মসজিদের ভেতরে মিলল তাঁর ঝুলন্ত লাশ।

পরে খবর পেয়ে থানা-পুলিশ তার লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় বুলবুলের পরিবারসহ পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বুলবুল রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের পূর্ব-নয়াপাড়া গ্রামের রাজমিস্ত্রি সাহেব আলীর একমাত্র ছেলে। পূর্ব নয়াপাড়া গ্রামের জামে মসজিদেই এ ঘটনা ঘটে।

মৃত বুলবুলের মা সানোয়ারা বেগম বলেন, তার বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ। সংসার চালাতে তিনি অসুস্থ শরীর নিয়েই কাজ করেন। মাঝে মধ্যে বুলবুল তার বাবাকে বলত, আর কিছুদিনের মধ্যে সে বড় অফিসার হবে। তারপর আর বাবাকে কাজ করতে দেবে না। সে গতকাল বিসিএস পরীক্ষা দিয়ে বাড়ি আসে। রাতে সকলে এক সঙ্গে খেয়েছি। ভোরে সে ঘুম থেকে উঠে বাড়ির পাশে মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরে। এরপর আবার পাড়ায় ঘুরতে যায়। এর মধ্যে আমি সকালের তার জন্য নাশতা রেডি করেছি। পরে তাকে খুঁজতে গিয়ে দেখি মসজিদের ভেতরে বুলবুলের লাশ ঝুলছে।

বাবা সাহেব আলী বলেন, আমার এক মেয়ে ও এক ছেলে। অনেক কষ্টে মেয়ের বিয়ে দিয়েছি। আর একমাত্র ভরসা ছিল ছেলে বুলবুল। সেও আমাদের ছেড়ে চলে গেল। আমার ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। গ্রামের সবাই তাকে অনেক ভালোবাসেন। কি কারণে এমন হলো কিছুই বলতে পারছি না।

প্রতিবেশী ওলিউল্লাহ বলেন, বুলবুল অনেক কষ্টের মাঝে বড় হয়েছে। জমিজমা তেমন না থাকায় তার বাবা রাজমিস্ত্রি কাজ করেন। খেয়ে না খেয়ে চলে তাদের সংসার। বুলবুল ছোট থেকেই অনেক মেধাবী ছিল। স্থানীয় মাধ্যমিক ও কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করে। এরপর রাজশাহী কলেজ থেকে অনার্স শেষে গত দুই বছর আগে মাস্টার্স শেষ করেছে। প্রায় দুই বছর থেকে সে বিসিএসের প্রস্তুতি নিয়ে গতকাল রাজশাহী থেকে পরীক্ষায় অংশ নেয়। আর একদিন পর তার পুরো পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেল!

তিনি আরও বলেন, বুলবুলের মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বাদ আসর জানাজা শেষে বুলবুলকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্তে ‘আত্মহত্যা’র আলামত পাওয়ায় গেছে। তবে তার পরিবারের অনুরোধে লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence