গুচ্ছ ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে উপস্থিতি ৯৮ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শাবিতে উপস্থিতি ৯৮ শতাংশ
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শাবিতে উপস্থিতি ৯৮ শতাংশ  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৮ দশমিক ২৮শতাংশ।

শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৪টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপ্নন কুমার সরকার, সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল কবে, জানাল কমিটি

সার্বিক বিষয়ে গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সারাদেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সবার সহযোগিতায় এমন একটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শাবি কেন্দ্র ২৫৬১শিক্ষার্থীর মধ্যে ২৫১৭শিক্ষার্থী উপস্থিত ছিল। 

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’ ও ‘সি’ ৩ ইউনিটে সারাদেশে অংশ নেবে ৩ লাখ ২ হাজার ২৩১ জন। এর মধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮৬৪ জন এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence