গলাচিপায় বই বিতরণ উৎসবে অতিথিরা
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পটুয়াখালীর গলাচিপায় বই উৎসব পালিত হয়েছে। নতুন বছর উপলক্ষ্যে উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে ১৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০হাজার ৫৮০জন ছাত্র-ছাত্রীর হাতে ৫লক্ষ ২৭হাজার ১৬০খানা নতুন বই তুলে দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সামসুজ্জামান লিকন প্রধান অতিথি হিসেবে বই বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গলাচিপা সরকারী কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপাভাইজার আবুল কালাম সাঈদ, প্রধান শিক্ষক মু. হালিম মিয়া, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।