নুরানী বোর্ডের ৩য় শ্রেণির ফলাফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ

নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ পরিচালিত ৩য় শ্রেণীর ১৮তম সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ পরিচালিত ৩য় শ্রেণীর ১৮তম সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।  © সংগৃহীত

নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি) পরিচালিত ৩য় শ্রেণির ১৮তম সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৮৫.২৫ শতাংশ।  সারাদেশের মোট ১০৯২টি কেন্দ্রে ৩০ নভেম্বর থেকে ০৫ ডিসেম্বর পর্যন্ত এই সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ২ শ ৩০ জন। ফলাফল দেখা যাবে (www.nooraniboard.com) এই ওয়েবসাইটে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফলাফল প্রকাশ করা হয়। 

অনুষ্ঠানের সভাপতি ছিলেন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন। তিনি বলেন, 'দেশব্যাপী তরুণ আলেমদের কাছে অনুরোধ করছি, একটি নীরব সাধনায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে। তা হচ্ছে,  প্রতিটি গ্রামে-পাড়া মহল্লায় নুরানি মাদ্রাসা, নুরানি স্কুল, নুরানি মক্তব ও ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করা। আমাদের প্রতিটি সন্তানের কাছে দ্বীন শেখাকে সহজ থেকে সহজতর করতে হবে।'

তিনি আরও বলেন, তরুণ আলেমরা এগিয়ে এলে শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. প্রতিষ্ঠিত নুরানী তালিমুল কুরআন বোর্ড সব রকমের সহযোগিতা করবে। আগামীর শিক্ষা প্রতিষ্ঠান শিশুবান্ধব হবে এই প্রত্যাশা করেন তিনি।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, 'শিশুরা কাঁচা মাটির মতো। তাদের যেভাবে গড়ে তুলবেন তারা সেভাবেই গড়ে ওঠবে। আমরা দ্বীন ধর্ম ও মাতৃভূমির ভালোবাসায় সন্তানদের গড়ে তুলি। সুনাগরিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে কাজ করে নুরানি বোর্ড।'

তিনি আরও বলেন, 'দেশব্যাপী নুরানী মাদ্রাসা ও ইসলামিক স্কুল পরিচালনার মাধ্যমে জাতিকে একজন ভালো মানুষ উপহার দেওয়ার কাজটি  করে যাচ্ছে নুরানী বোর্ড। আগামী দিনেও আমাদের এই ধারা চালু থাকবে ইনশাআল্লাহ।'

আওয়ার ইসলামের বার্তা সম্পাদক কাউসার লাবীবের সঞ্চালনায় ফলাফল প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামিয়া পটিয়ার পরিচালক মুফতি আবু তাহের কাসেমী নদভী, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী, আলেম লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, বেফাকের সহ সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, কোরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, খুলনা নুরানী বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন টি কিউ বি) এর পরিচালক মাওলানা আবু মোরতাজা মোহাম্মদ ফয়জুল্লাহ, মাওলানা ইসহাক মামুন, ইকরা নুরানী বোর্ডের চেয়ারম্যান হারুনুর রশীদ, সিলেট নুরানী বোর্ডের চেয়ারম্যান মাওলানা বশির আহমদ, চট্টগ্রাম নুরানী বোর্ডের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হোসাইন, বার্তা ২৪ এর সহকারী সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের বার্তা সম্পাদক জহির উদ্দির বাবর, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, সময় টিভির সিনিয়র সাব-এডিটর মুফতি আবদুল্লাহ তামিম প্রমুখ। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence