এসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ মে ২০২৩, ০৮:৪১ AM , আপডেট: ১৬ মে ২০২৩, ০৮:৪১ AM
ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত করা হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। আগামী ২৪ ও ২৫ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপ কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানান তিনি।
এর আগে সোমবার সকালে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এসএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর। রাজধানীর সরকারি টিচার ট্রেনিং কলেজে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসএসসি ও সমমানের পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে। এসএসসি পরীক্ষা শেষ হবে ২৩ মে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের লিখিত পরীক্ষা ২৫ মে শেষ হবে। পরীক্ষায় মোট পরীক্ষার্থী পৌনে ২১ লাখ। এর মধ্যে ৩০ হাজারের বেশি পরীক্ষায় অংশ নেয়নি।
ঘূর্ণিঝড় মোখার কারণে প্রথমে চট্টগ্রাম, কুমিল্লা , বরিশাল ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছি। পরে সোমবার দেশের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। নতুন তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।