এইচএসসিতে নেত্রকোনার ৪ কলেজের কেউ পাস করেনি

১৭ অক্টোবর ২০২৫, ০২:১১ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ০২:৫৫ PM
নেত্রকোনার একটি কলেজ

নেত্রকোনার একটি কলেজ © সংগৃহীত

এবার এইচএসসি পরীক্ষায় নেত্রকোণা জেলায় চারটি কলেজে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। আরেকটি কলেজ থেকে কোনো পরীক্ষার্থী অংশ নেয়নি।

বৃহস্পতিবার(১৬ অক্টোবর)  ফলাফল প্রকাশের পর নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন এ তথ্য জানান।

শূন্য পাশের  শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল- কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ, জনতা আদর্শ কলেজ, গড়াডোবা আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ, সদর উপজেলার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সংস্থা এবং পূর্বধলা উপজেলায় জোবাইদা জহোরা উদ্দিন সরকার মহিলা কলেজ।

এর মধ্যে গোপালপুর মডেল কলেজের ১২ শিক্ষার্থী, জনতা আদর্শ কলেজ থেকে ৯ জন, সদর উপজেলার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সংস্থায় দুজন এবং জোবাইদা জহোরা উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে তিনজন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাশ করেনি।

এদিকে গড়াডোবা আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

গোপালপুর মডেল কলেজের অধ্যক্ষ সুজিত কুমার কর বলেন, শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী না। অনেকেই আবার গার্মেন্টে চাকরিতে চলে গেছে। এদিকে কলেজ এমপিওভুক্ত না হওয়ায় খণ্ডকালীন শিক্ষক দিয়ে কলেজ চালাতে হয়। এতে পড়াশোনা ব্যাহত হয়।

জনতা আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাজিম উদ্দিন ফকির বলেন, এবার আমাদের কলেজ থেকে নয়জন পরীক্ষা দিয়েছিল। সবাই ফেল করেছে। গত বছর ভালো রেজাল্ট করেছিল, এবারই শুধু খারাপ হয়েছে।

এ ব্যাপারে নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন বলেন, যে চারটি কলেজে পাসের হার শূন্য রয়েছে সেসব কলেজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪। এর মধ্যে নেত্রকোণা জেলায় পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ১৩৯৬০ জন,পাশ করেছে ৬৫৫৭ জন,পাশের হার ৪৭ দশমিক ৩৯ শতাংশ এবং জিপিএ -৫ পেয়েছে ১৩৭ জন।

অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬