আলিম পরীক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার অসাধারণ সাফল্য
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৮:২১ PM
২০২৫ সালের আলিম (সমমান) পরীক্ষায় দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা। এ বছর মাদরাসা থেকে মোট ১২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। জিপিএ-৫ প্রাপ্তির হার ৫২ শতাংশ।
১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে বোর্ড পরীক্ষায় শতভাগ সাফল্য বজায় রেখে আসছে। ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় একাধিকবার বোর্ডে প্রথম স্থান অর্জনসহ ১৮ বার মেধাতালিকায় স্থান পায় এই মাদরাসা। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায়ও একাধিকবার প্রথম স্থান অর্জনের মাধ্যমে সুনাম কুড়িয়েছে তানযীমুল উম্মাহ।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ এম আব্দুল্লাহ আল মামুন বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য পুরো তানযীমুল উম্মাহ পরিবারের গর্ব। শিক্ষার্থীদের পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা জ্ঞানে, চরিত্রে ও আদর্শে শ্রেষ্ঠ প্রজন্ম গড়ে তুলতে বদ্ধপরিকর।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এই সাফল্য আল্লাহর অশেষ অনুগ্রহ এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফল।
তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার এই ধারাবাহিক সাফল্য পুরো দেশব্যাপী প্রশংসার জন্ম দিয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বইছে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা।