আবরার ফাইয়াজ

এইচএসসি বয়কটের বিবৃতি: ‘এটা স্টুডেন্টদের সম্মিলিত ডিসিশন না’

২২ জুলাই ২০২৫, ০২:২৭ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
আবরার ফাইয়াজ

আবরার ফাইয়াজ © সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ঘোষণার পর পরীক্ষার্থীদের মধ্যে আগামীকাল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। 

এদিকে  নটরডেম কলেজসহ রাজধানীর একাধিক কলেজের শিক্ষার্থীদের নামে আগামীকালের এইচএসসি পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া বিবৃতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এটি শিক্ষার্থীদের  সম্মিলিত ডিসিশন না বলে মন্তব্য করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে তিনি লেখেন,  নটরডেম কলেজের শিক্ষার্থীদের নামে এরকম একটি বিবৃতি দেখা যাচ্ছে অনলাইনে। তবে খুব সম্ভবত এটা মোটেও স্টুডেন্টদের সম্মিলিত ডিসিশন না। কোনো স্টুডেন্টকে এই ব্যাপারে অবগত পাইনি। তাই নিশ্চিত না হয়ে এধরনের কিছু পরীক্ষার আগের রাতে তাও ১২টার পরে ছড়ানো উচিত হবেনা। সকালে পরীক্ষা যাদের, তাদের কাছে এ ধরণের কোনো সিদ্ধান্ত এক্সপেক্ট করাও উচিত না। কেননা এইচএসসি লেভেলে এধরনের কিছু হুট করে করা প্র‍্যাক্টিকালি সম্ভব না।

তিনি আরও লেখেন, সরকারের খামখেয়ালি সিদ্ধান্ত ঠিক করার প্রেশার এই শেষ মুহূর্তে শিক্ষার্থীদের উপরে দেয়া উচিত হবে না। 
ঢাকা বোর্ডের পরীক্ষাও স্থগিত না করার সিদ্ধান্ত কীভাবে আসলো তা বুঝিনি যদিও। মাইলস্টোনে যাদের সিট পড়বে তাদের কথা তো অন্তত মাথায় থাকার দরকার ছিল।

উল্লেখ্য, আগামীকাল রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা); ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র; উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা রয়েছে। 

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬