পরীক্ষার হলে প্রবেশ করে বক্তব্য দিলেন ছাত্রদলের আহ্বায়ক

মো. জোনায়েদ হোসেন
মো. জোনায়েদ হোসেন  © টিডিসি সম্পাদিত

নওগাঁ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির ইনকোর্স পরীক্ষা চলাকালীন হলে প্রবেশ করে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে  কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. জোনায়েদ হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ জুলাই) এ ঘটনা ঘটে। এতে পরীক্ষার পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

অভিযোগের বিষয়ে কলেজ ছাত্রদলের আহবায়ক মো. জোনায়েদ হোসেন বলেন, আমি শিক্ষকদের অনুমতি নিয়েই প্রবেশ করেছি। কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি, শুধু শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক কথা বলেছি। কলেজের গণিত বিভাগের প্রধান মকলেছুর রহমান স্যারের সাথে আলোচনা করেই আমি পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করি।  

এ বিষয়ে নওগাঁ সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান মকলেছুর রহমান বলেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। তবে পরীক্ষার সময় এভাবে প্রবেশ করা কোনোভাবেই উচিত নয়। 

তবে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সামসুল হক ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 


সর্বশেষ সংবাদ