বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা, ভিডিও ভাইরাল

পরিক্ষার হলে নকলে সহযোগীতা করছেন শিক্ষিকা
পরিক্ষার হলে নকলে সহযোগীতা করছেন শিক্ষিকা  © ভিডিও থেকে সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা খোলামেলা বই দেখে উত্তর লিখছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে। ভিডিওতে দেখা যায়, পরীক্ষাকেন্দ্রে শিক্ষকদের সহায়তায় পরীক্ষার্থীরা নির্দ্বিধায় বই দেখে প্রশ্নের উত্তর দিচ্ছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ভিডিওটি প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পায়। কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্নে ভিডিওটি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সাধারণ মানুষ ও শিক্ষাবিদদের মধ্যে।

জানা গেছে, গত ১০ এপ্রিল সারা দেশের মতো টাঙ্গাইলের কালিহাতীতেও এসএসসি ও সমমানের বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। কালিহাতীর নারান্দিয়া ইউনিয়নের তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা বাংলা প্রথমপত্র পরীক্ষায় শিক্ষকদের সরাসরি সহায়তায় বই দেখে পরীক্ষা দেয়—এমন দৃশ্যই উঠে আসে ভিডিওতে।

এ বিষয়ে কেন্দ্র সচিব তোফাজ্জল হোসেন তুহিন বলেন, "শিক্ষার্থীরা জানিয়েছে, ভিডিওটি অনেক আগের।" তবে বিষয়টি এখনই খতিয়ে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালিহাতীতে সদ্য যোগ দেওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর বলেন, "আমি এখানে নতুন এসেছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।"

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানিয়েছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই কালিহাতীর ইউএনওকে সংশ্লিষ্ট কেন্দ্র পরিদর্শনে পাঠানো হয়েছে। তিনি বলেন, যেসব শিক্ষক ওইদিন কক্ষে দায়িত্বে ছিলেন, তাদের চলমান পরীক্ষায় দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। শিক্ষা মন্ত্রণালয় থেকেও বিষয়টি নজরে নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকেই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence