এসএসসি পরীক্ষা

অতিরিক্ত চিন্তা দূর করে যেভাবে পদার্থ ও রসায়নে ভালো করবে

০৬ এপ্রিল ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৩ AM
রাসেল ইব্রাহীম

রাসেল ইব্রাহীম © সংগৃহীত

পদার্থ ও রসায়ন বিজ্ঞান বিভাগের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু বিজ্ঞান বিভাগে ভালো ফলাফলের জন্যই নয় বরং পরবর্তী সময়ে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষার জন্য যে শক্তিশালী ভিত্তির প্রয়োজন হয়, তা গড়ে তোলার জন্যও পদার্থ ও রসায়নে পরিষ্কার জ্ঞান দরকার। এসএসসি/দাখিল পরীক্ষা খুব কাছে। পরীক্ষা যত কাছে, চিন্তা তত বেশি। আর এই অতিরিক্ত চিন্তা দূর করে যেভাবে পদার্থবিজ্ঞান ও রসায়নে ভালো করবে–

* নিশ্চয়ই তুমি অধ্যায়ভিত্তিক হ্যান্ডনোট তৈরি করেছ, সেটা একনজর দেখবে।

* অধ্যায়ের প্রাথমিক ও গাণিতিক আলোচনা দেখা/লেখা শেষে সূত্রগুলো দেখে নেবে। আর রসায়নের বিক্রিয়াগুলো অবশ্যই কাগজে লিখবে।

* যে সৃজনশীলগুলো এতদিন চর্চা করেছ, সেগুলোই চর্চা করবে। মনে রাখবে, সৃজনশীল হুবহু কমন পড়বে না, তবে অনুরূপ সৃজনশীল আসবে।

* এমসিউকিউ সবগুলো না পারলেও বোর্ডে আসা এমসিকিউগুলো ভালো করে পড়ে নেবে।

* আর পরীক্ষার আগের রাতে রিভিশন দিয়ে ভালো ঘুম যেতে হবে এবং সকালে উঠেও চোখ বোলাতে পারো।

* আগের রাতেই প্রয়োজনীয় কাগজপত্র গোছাবে এবং পরের দিন নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে যাবে। প্রথম দিন একটু আগে যাবে।

* রোল, রেজিস্ট্রেশন, কোড ইত্যাদি সতর্কতার সঙ্গে পূরণ করবে, তাড়াহুড়ো করা যাবে না।

* প্রশ্ন পেয়ে ভালো করে পড়বে। কোন অংশ থেকে কয়টা চেয়েছে দেখবে। হয়তো মনে হবে কঠিন, সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন সহজ হয়ে যাবে।

* ভুল উত্তর কিংবা কাটাকাটি যেন না হয়, সেদিকে খেয়াল রাখবে।

* প্রশ্ন কমন পড়ুক আর না পড়ুক, খালি কাগজ জমা দেওয়া যাবে না। 

* আর নৈর্ব্যক্তিক সবগুলো একটানে পড়ার সঙ্গে আগে জানাগুলো ভরাট করবে, তারপর তুলনামূলক অপরিচিতগুলো ভেবেচিন্তে ভরাট করবে এবং তারপর বাকিগুলো ভরাট করবে।

মনে রাখবে, পরিশ্রম, কৌশল ও আল্লাহর রহমত– এই তিনের সমন্বয়েই ভালো রেজাল্ট হবে। ভয় নয়, সাহস রেখো। অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।

রাসেল ইব্রাহীম, সহকারী শিক্ষক, ভৌতবিজ্ঞান, আদর্শ একাডেমী,ফরিদগঞ্জ, চাঁদপুর।

সৌদিতে কর্মরত রোহিঙ্গারা পাসপোর্ট পেলেও নাগরিক নন: পররাষ্ট্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার পেছনে একজনের হাতে টাকা তুলে দেয়া ব্যক্তি ইউনি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
  • ২৯ জানুয়ারি ২০২৬
তরুণদের চোখে নির্বাচন ও আগামীর বাংলাদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage