এসএসসি পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের গাইডলাইন

০৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা © সংগৃহীত

এসএসসি বা যেকোনো বড় পরীক্ষার আগে আমাদের একটা স্বাভাবিক প্রবণতা হলো— শর্ট সাজেশন আর নানা রকম পরামর্শের মাঝে হারিয়ে যাওয়া। হঠাৎ উৎসাহে বলি, “আগামীকাল থেকে জমিয়ে পড়ব।” কিন্তু সেই ‘আগামীকাল’ আর কখনো ঠিকমতো আসে না। একসময় দেখি, পরীক্ষাই চলে এসেছে।

ঠিক, সময় কম। কিন্তু এই কম সময়েই লুকিয়ে আছে অসংখ্য সেকেন্ড— প্রতিটা সেকেন্ডই হতে পারে গেম-চেঞ্জার। সারাদিন না হোক, প্রতিদিন কিছু নির্দিষ্ট সময় শুধু নিজের জন্য রাখো। বসে একটা সৎ রুটিন তৈরি করো, এবং সে অনুযায়ী প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। মনে রেখো— ‘চেষ্টা’ বিফলে যায় না। আর ‘ইচ্ছা’ থাকলে যেকোনো অসম্ভবও সম্ভব হয়ে যায়। এই দুটোকে পাশে নিয়ে এখনই শুরু করো প্রস্তুতির সেরা পর্ব। ‘দুশ্চিন্তা’, ‘হতাশা’ কিংবা আশপাশের নেতিবাচক সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে শুরু করো নতুন করে— শুধু নিজের জন্য।

শেষ সময়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
১. এতদিন নিজেকে হয়তো বুঝিয়েছো— “টেস্টের পর পড়া যাবে।” এখন অনেকেই ভাবছো একদম প্রথম অধ্যায় থেকে আবার শুরু করো। কিন্তু এই সময়ে নতুনভাবে সব শুরু করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না।

বরং করো এমন— প্রতিটি বিষয়ে বইয়ের সূচীপত্রে চোখ বোলাও। দেখো, কী কী অধ্যায় পড়া হয়েছে। তারপর চিন্তা করো— সেগুলো থেকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন এসেছে। কেবল সেই পড়া অধ্যায়গুলোই রিভিশনে রাখো।

৩. একেবারে নতুন অধ্যায় এখন না পড়লেই ভালো। তবে যদি দেখো, তোমার পড়া অংশ এখনো বইয়ের এক-তৃতীয়াংশও না হয়, তাহলে—

৪. আগে যেসব টপিক পড়েছো, সেগুলোর সাথে মিল আছে— এমন অধ্যায়গুলো বেছে নাও। দিনের এমন একটা সময় বেছে নাও, যেটা তোমার পড়ার জন্য সবচেয়ে উপযুক্ত। নতুন অধ্যায় পড়ো সেই সময়ে। আর বাকি সময়টুকু দাও রিভিশনের জন্য।

৫. এই সময়টা খরচ করার নয়— এটা বিনিয়োগ করার সময়। প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও পরিকল্পনা নিয়ে।

৬. অনেকেই তোমাকে পরামর্শ দেবে— ভালোবেসে, চিন্তা করে। তুমিও তাদের কথায় বিভ্রান্ত হও, সেটা স্বাভাবিক। কিন্তু এই চাপের মাঝেই নিজেকে শক্ত করে ধরো। এখন ভাবো— এটা তোমার পরীক্ষা, তোমার প্রস্তুতি, আর তোমার ভবিষ্যৎ। তাই নিজের উপর বিশ্বাস রেখো। নিজের সিদ্ধান্তই এখন সবচেয়ে জরুরি।

আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9