ছাত্রীর মাথা ফাটানো সেই শিক্ষককে নিয়ে যা বললেন পরিমনি

আহত ছাত্রী ও পরিমনি
আহত ছাত্রী ও পরিমনি  © ফাইল ছবি

সুনামগঞ্জের একটি বিদ্যালয়ে ক্লাস চলাকালীন প্রধান শিক্ষকের ডাস্টারের আঘাতে এক শিক্ষার্থীর মাথা ফেটে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, ক্লাসে শিক্ষার্থীরা বাইরে দৌড়াদৌড়ি করছিল। এ সময় প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের বকাঝকা শুরু করেন। একপর্যায়ে দাঁড়িয়ে থাকা এক ছাত্রীকে তিনি ডাস্টার দিয়ে আঘাত করেন। আঘাতে ওই শিক্ষার্থীর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এরপরও শিক্ষক তাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন। এমনকি আরেক শিক্ষার্থীকে দিয়ে মেঝেতে ঝরা রক্ত পরিষ্কার করতেও দেখা যায়।

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই শিক্ষকের এমন আচরণকে অমানবিক ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। জনপ্রিয় অভিনেত্রী পরীমনি নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘এমন বিকৃত মানসিকতার মানুষের হাতে আমাদের সন্তানেরা কেমন শিক্ষা পাবে?’

নেটিজেনদের অনেকেই ওই প্রধান শিক্ষককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ